রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শেখ সুমন সবুজের (২৯) হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সমানে জেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইমরান, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর, সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবজ্যোতি নাগ বক্তব্য রাখেন।
নেতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজের হত্যার সাথে জড়িত বাকি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পরে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল (রবিবার) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নিজ বাড়িতে ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, শেখ সুমন সবুজের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই ব্যক্তি ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের ব্যাপারে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন