তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ভোলায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভোলার কৃষি খামারবাড়িতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।
ভোলার কৃষি অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারিসুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক অফিসের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস।
এ সময় তেলজাতীয় ফসল উৎপাদনে ভালো ভূমিকা রাখায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল