ময়মনসিংহ নগরীতে ঈদের দিন ভোরে পৃথক স্থানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন দুই অটোরিকশা চালক। নিহত ওই দুই অটোরিকশা চালকের পরিবারের পাশে দাঁড়িছেন জেলার পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভ্ঞূা।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে অসহায় দুই পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এসময় তিনি জানান, উপার্জনক্ষম এই দুই ব্যক্তির মৃত্যুতে পরিবার দুটি পড়েছে চরম আর্থিক সংকটে। এমন অবস্থায় বিবেকের দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। এছাড়াও পুনাক ময়মনসিংহের পক্ষ থেকে পরিবার দুটির সদস্যদের সেলাই প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। একইসাথে সমাজসেবা অধিদপ্তরকেও অনুরোধ করেছি সহযোগিতার জন্য।
এর আগে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেন এসপি। এছাড়াও ঘটনার দিন পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রায়হানুল ইসলাম, শাহীনুল ইসলাম ফকির (সদর সার্কেল), কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঈদের দিন ভোরে ময়মনসিংহ নগরীর ডি এন চক্রবর্তী রোডে অটোচালক হাবিবুর রহমান (৫১) এবং গোহাইলকান্দি পশ্চিম পাড়া রিকশা চালক সাদেক মিয়াকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা। ওই দুই হত্যার সাথে জড়িত তিনজনকে ঘটনার আট ঘণ্টার মধ্যেই গ্রেফার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই