স্মার্ট ডিস্ট্রিক ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ উপলক্ষে স্মার্ট বগুড়া জেলা বির্নিমাণে দিনব্যাপী কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বগুড়া সার্কিট হাউজে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম। অনলাইনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই এর এনপিএফ স্পেশালিস্ট ও উপ সচিব মোহাম্মদ শামসুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানিয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ ,অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন,বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান , এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা।
কর্মশালায় প্রধান অতিথি সচিব নাজমুল আহসান বলেন, স্মার্ট বাংলাদেশের মূল ধারণা হলো প্রযুক্তি নির্ভর। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশকে স্মার্ট বগুড়ার যে স্বপ্ন দেখছি তা বাস্তবায়নে সকলকে এক সাথে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ হবে উচ্চ আয়ের, দারিদ্রমুক্ত, উন্নত মানবসম্পদের স্থিতিশীলতা ব্যাষ্টিক অর্থনীতির। সকল সেবাই থাকবে নাগরিকদের হাতের মুঠোয়। বগুড়া জেলাকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট জেলায় রুপান্তরের লক্ষে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘ মেয়াদি পরিকলপনা প্রণয়ন করা হবে।
বিডি প্রতিদিন/এএম