লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত ব্যবসায়ী নুরুল ইসলাম ইমতিয়াজের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এর কাছে স্বারকলিপি দিয়েছেন স্বজনরা। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে স্থানীয় কামারহাট ব্যবসায়ী পরিচালনা কমিটির ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে নিহত ইমতিয়াজের মা জাহানারা বেগম, চরশাহী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কামারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: সোলেমান, মাওলানা মাছুম বিল্লাহ, সালাহ উদ্দিন আল-আমিনসহ স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ ঘটনায় জড়িত ৩ জনকে পুলিশ গ্রেফতার করলেও মামলার মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। মানববন্ধন থেকে ইমতিয়াজ হত্যায় জড়িত সকল আসামিকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল