বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার গোডাউন মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় একটি পরিবহনের ধাক্কায় বাইসাকেল আরোহী এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত বৃদ্ধ ওই বাইসাকেল আরোহীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।
ফকিরহাট ফায়ার সার্ভিসের কর্মকতা স্টেশনের কর্মকর্তা শামসুদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট- মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার গোডাউন মোড়ে ঢাকাগামী একটি পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছে। দুর্ঘটনার খরব পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ঘটনা স্থলে গিয়ে নিহত বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম