দিনাজপুরের বীরগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। এছাড়া তারা এ ঘটনায় আসামি গ্রেফতার ও বিচার দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ-এর হাতে এ স্মারকলিপি তুলে দেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
মহিলা পরিষদ দিনাজপুর শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, গত ২৬ এপ্রিল দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে এক স্কুলছাত্রীর বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এক বখাটে যুবক। এ ঘটনায় ২৭ এপ্রিল বীরগঞ্জ থানায় মামলা হয়েছে।
মহিলা পরিষদ মনে করে, এ জাতীয় অপকর্মের উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হলেই, তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। এমন জঘন্য ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর শাখা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য রোকসানা বিলকিস, প্রোগ্রাম এক্সিকিউটিভ নিপা শেঠ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল