নরসিংদীর পলাশে চাঁদার টাকা না পেয়ে জহর লাল নন্দী নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে জসিম মিয়া নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজারে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মিয়া ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। আহত জহর লাল নন্দী ঘোড়াশালের সুবাস চন্দ্র নন্দীর ছেলে। তিনি ডাঙ্গা বাজারে রন্টি জুয়েলার্স এর মালিক।
আহত ব্যবসায়ী জহর লাল নন্দী জানান, আওয়ামী লীগ নেতা জসিম মিয়া বিভিন্ন সময় তার ক্যাডার বাহিনী নিয়ে জহর লাল নন্দীর স্বর্ণের দোকান থেকে চাঁদা দাবি করে আসছে। গত রবিবার রাত ৮ টার দিকে একই ভাবে চাঁদার জন্য ভাগিনা রাজু ও ব্যক্তিগত ক্যাডার তুষারসহ ১০ থকে ১৫ জন সন্ত্রাসী নিয়ে দোকানে উপস্থিত হয়। এসময় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে তা দিতে রাজি না হলে তারা চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে জহর লাল নন্দীকে কুপাতে থাকে। একপর্যায় দোকানে থাকা এক ক্রেতা তাদের বাধা দিতে গেলে তারা তাকেও কুপিয়ে আহত করে। পরে দোকানে থাকা ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে জহর লাল নন্দীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
জহর লাল নন্দী আরো জানান, সেখানে তিনি দুই দিন চিকিৎসা নিয়ে মঙ্গলবার সকালে বাড়ি আসেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।
এ বিষয়ে অভিযুক্ত জসিম মিয়া জানান, তিনি এ বিষয় কিছুই জানেন না। ঘটনার সময় তিনি অন্য এলাকায় ছিলেন।
ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই বলেন, স্বর্ণের দোকানে হামলার বিষয়টি শুনেছি। তবে কারা ঘটনাটি ঘটিয়েছি তা জানা যায়নি।
ডাঙ্গা পুলিশ ক্যাপ ইনচার্জ এএসআই খাইরুল ইসলাম জানান, বাজারে মারামারির খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবাসয়ীর উপর হামলার ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল