উত্তাল পদ্মা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে দুলাল পালের (৪৫) মরদেহের সন্ধানে বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করছেন তার স্বজনরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পদ্মায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে এমন তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তাকে খোঁজা শুরু করেন। দুলাল পাল রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের অনিল কুমার পালের ছেলে।
নিখোঁজ ব্যক্তির বড়ভাই অনুকূল পাল বলেন, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ২০ জনের একটি ডাকাত দল গরু ব্যবসায়ীদের টাকা নিয়ে যায়। সে সময় দুলাল পালকে কুপিয়ে পদ্মায় ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে খবর আসে পদ্মায় একটি মরদেহ ভেসে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে পদ্মার বিভিন্ন পয়েন্টে ভাইকে খোঁজাখুঁজি করছি। আমরা শুনছি পুলিশও পদ্মায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছে।
নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আশিক সাইদ বলেন, পদ্মায় একটি মরদেহ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়ার নৌ পুলিশ কাজ করছেন। সেখানে নিখোঁজ ব্যক্তির স্বজনরা রয়েছেন। এখন পর্যন্ত মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/নাজমুল/শফিক