দ্বিতীয় দিনেও নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। গত বুধবার নওগাঁ জেলা বাসমালিক গ্রুপ এবং বগুড়া জেলার বাসমালিকের মধ্যে বিরোধের জেরে নওগাঁ-বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাসমালিক সমিতির দ্বন্দ্বের কারণে নওগাঁ-বগুড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নওগাঁ শহরের বাইরে পকেট রোড ব্যবহার এই দ্বন্দ্বের মূল কারণ বলে জানা গেছে।
সরেজমিনে সান্তাহার পশ্চিম ঢাকা রোড নামক স্থানে গিয়ে দেখা যায়, যাত্রীরা পায়ে হেঁটে, অটো, রিকসা রিজার্ভ করে চলাচল করছে।
বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য শেখ ফরিদ ও শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক নূর আমিন মন্ডল বলেন, তারা আমাদেরকে না জানিয়ে ঢাকায় চলাচলের জন্য বরেন্দ্র এক্সপ্রেস নামে ৪টি বাস চালু করেছে। সেগুলো আবার শহর থেকে না চালিয়ে সাপাহার থেকে যাত্রী নিয়ে আসছে। তাহলে আমরা যাত্রী কোথায় পাবো?
বগুড়া জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, তারা আমাদেরকে না জানিয়ে হঠাৎ পকেট রোড সাপাহার থেকে চারটি বাস চালু করেছে। তাদেরকে বলার পরও তারা নওগাঁ থেকে বাস চালাতে দিচ্ছে না।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমরা জেলা মালিক গ্রুপ আলোচনা করে ‘ঈদের আগে নওগাঁ থেকে ঢাকাগামী ৩টি এসি বাস বরেন্দ্র এক্সপ্রেস ব্যানারে চালু করি। কিন্তু বুধবার সকালে হঠাৎ করে বগুড়ার চার মাথায় আমাদের একটি এসি বাস আটকে দেওয়া হয়। আমরা তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাদের জানায়, নওগাঁ থেকে কোনো এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে দেবে না। সাপাহার থেকে তাদেরও একটা গাড়ি চলার দাবি জানায়। অথচ অসংখ্য এসি বাস নওগাঁ থেকে ঢাকায় যায়। এ বিষয়ে আমরা কিছুই বলিনা। গতকাল যখন আমাদের একটা বাস তারা আটকে দেয়, এজন্য আমরাও তাদের একটা বাস আটকে দিয়েছি।
বিডিপ্রতিদিন/কবিরুল