৮ মে, ২০২৩ ১৯:২০

বাগেরহাটে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে গৃহবধূ সাফিয়া বেগমের মৃত্যু হয়েছে। সাফিয়া বেগম ওই গ্রামের আব্দুল গনির স্ত্রী। রবিবার রাতে এই অগ্নিকান্ডের পর বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ওই গৃহবধুর পোড়া মরদেহ উদ্ধার করেছে। 

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সরোয়ার হোসেন জানান, রবিবার রাত ৮টার দিকে ভট্টবালিয়াঘাটা গ্রামের গনির স্ত্রী সাফিয়া বেগম রান্না করার সময় চুলা থেকে ঘরে আগুন লেগে যায়। এসময়ে ঘরে থাকা স্বামী সন্তানরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও প্যারালাইজের রোগী হওয়ায় সাফিয়া বেগম ঘর থেকে বের হতে না পারায় পুড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর