কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহিলা ডিগ্রী কলেজের এক ছাত্রকে উত্যক্তের অভিযোগে কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ছাত্রের নাম শাহরিয়ার হোসাইন চমক (১৯)। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শাহরিয়ার হোসেন চমক ভরুঙ্গামারী সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের হাসপাতাল পাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে। সে ভুরুঙ্গামারী সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র বলে জানা যায়। রবিবার সন্ধ্যায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চমককে আটক করে কারাদন্ডাদেশ দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের এক ছার্ত্রী কলেজ থেকে বাড়ী ফিরতে শাহরিয়ার হোসাইন চমক (১৯) রাস্তায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে তার গতিরোধ করে। ছাত্রীটির চলন্ত অটোরিকসায় লাফ দিয়ে ওঠে এবং তাকে উত্যক্ত করার চেষ্টা চালায়। এরপর ছাত্রীর চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং ওই বখাটে চমককে আটক করে থানা নিয়ে যায়। এরপর সম্মিলিত শিক্ষক পরিষদের নেতারা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে দোষী শাহরিয়ার হোসেন চমককে এক মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদাান করা হয়।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি মো:নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম