বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে গ্রামীণ নারীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী ইউনিয়নের গজারিয়া গ্রামে প্রায় ৩০টি পরিবারের নারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস (অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি) এই সচেতনতামূলক সভার আয়োজন করেছে।
স্থানীয় সমাজসেবক মাহাবুব হোসেনের সভাপতিত্বে সভায় সংস্থার লক্ষ্য উদ্দেশ্য এবং বিদেশ ফেরত প্রতারণার শিকার নারীদের পুনর্বাসনে করণীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন আভাস প্রতিনিধি রাম প্রসাদ।
আভাস প্রতিনিধি জানান, ভোলার চারটি উপজেলায় বিদেশ ফেরত নারীদের পুনর্বাসনে কাজ করছে আভাস। তাদের পুনর্বাসনের জন্য সচেতন করে তোলার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/এমআই