জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আমরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করব। আমরা নিজেদের দেখতে চাই, সরকারের কাজ দেখতে চাই। আমরা ইলেকশনের কাজ দেখতে চাই। আমরা চাই জনগণও তাদের দেখুক।
বরিশালে এক সংক্ষিপ্ত সফরে ল বৃহস্পতিবার দুপুরে নগরীর উপকণ্ঠ জেলার সীমান্তবর্তী রহমতপুর এলাকায় জাতীয় পার্টির এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন।
উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের সমর্থন দিন। ইনশাআল্লাহ সামনের নির্বাচনে আমরা এককভাবে চেষ্টা করব। ৩০০ আসনেই প্রার্থী দিব দলের শক্তি দেখে। যদি দেখি এতকুটু সামর্থ নেই, তখন জনগণের মনের ভাষা আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সিদ্ধান্ত নিব।
তিনি বলেন, ইভিএম ভালো জিনিস, এটা আমরাও বুঝি। কিন্তু তাদের উদ্দেশ্যেটা ভালো দেখছি না। যখনই ইভিএম হয় জনগণ ভোট দেয় একদিকে, রেজাল্ট দেখি আরেক দিকে। ব্যালটে অনিয়ম হলে একটা সাক্ষী-প্রমাণ থাকত। ইভিএমএ কারচুপি হলে সাক্ষী-প্রমাণ নাই। এ সময় তিনি বরিশালসহ সব সিটিতে সুষ্ঠু নির্বাচন দাবি করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তা ছিলেন মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার এবং বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এছাড়া স্থানীয় নেতারা পথসভায় বক্তব্য রাখেন।
পথসভা হলেও সভার বেশিরভাগ বক্তা বরিশাল সিটি নির্বাচনের ইস্যু নিয়ে বক্তব্য দিয়েছেন। তারা সুষ্ঠু, সুন্দর সিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তথা সরকারের প্রতি হুঁশিয়ারিও দিয়েছেন।
এদিন বিকালে বিশেষ হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন জাপা চেয়ারম্যানসহ বিশেষ অতিথীরা। 
এর আগে বেলা ১১টার দিকে আকাশ পথে বরিশাল বিমানবন্দর অবতরণ করেন জাপা চেয়ারম্যান। মূলত সিটি নির্বাচন কেন্দ্রিক পথসভায় অংশ নিতেই তিনি বরিশাল সফর করেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        