১২ মে, ২০২৩ ১৭:৪৯

ফুলপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

ফুলপুর প্রতিনিধি

ফুলপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর 'আমাদের নার্স, আমাদের সম্পদ' প্রতিপাদ্য বিষয়ে হাসপাতাল অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.  মোস্তাফিজুর রহমান, জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তানজিনা দীনা, নার্সিং সুপারভাইজার রাখি সায়মা, নার্সিং ইনচার্জ মাহবুবা সালমা প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর