মানিকগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটক রিপন ওরফে স্বপন মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকার বাসিন্দা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, আজ বিকাল ৬ টার দিকে উপ-পরিদর্শক রিপন নাগ অভিযান চালিয়ে বেউথা এলাকার দিশারী স্কুলের সামনে থেকে ২০ গ্রাম হেরোইনসহ রিপনকে আটক করে। উদ্ধার ২০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন