১৭ মে, ২০২৩ ২০:২৬

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

কিশোরগঞ্জে ৬৪৭ পিস ইয়াবাসহ মুন্না (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বানিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি যশোদল মধ্যপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, মাদক বিক্রি হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি বানিয়াকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় ৬৪৭ পিস ইয়াবাসহ মুন্নাকে হাতে নাতে  গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার মুন্নাকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর