শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে মেধাবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
সেসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেষে সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণীর ৯৬ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে সদর উপজেলার ৮৫টি বিদ্যালয়ের ৫১৬ জন শিক্ষার্থীদের এ ট্যাব বিতরণ চলবে। জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত এই ট্যাবগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা।বিডি প্রতিদিন/এএ