বাগেরহাট ও খুলনা অঞ্চলের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিউলী বেগমকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব ৬-এর সদস্যরা। ১১ মাদক মামলার পলাতক আসামি তিনি। শুক্রবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ১১টি মাদক মামলার আসামি রূপসা এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিউলী বেগম পলাতক থেকে বাগেরহাট ও খুলনা অঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক কারবারি চালিয়ে আসছিল।
র্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে শুক্রবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে শনিবার সকালে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এমআই