শিরোনাম
২৩ মে, ২০২৩ ১৩:২৬

টেকনাফে বিজিবি চেকপোস্টে তল্লাশি করে ইয়াবাসহ আটক ১

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে বিজিবি চেকপোস্টে তল্লাশি করে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে ডগ স্কোয়াড কর্তৃক সিএনজি তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সোমবার সন্ধ্যায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত (অটোরিকশা) চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। এরপর বিজিবি K-9 ইউনিটের বিজিডি-১০৪৯ সিপাহী ডগ টাইগার (ল্যাব্রাডোর, পুরুষ, মাদকদ্রব্য) ও ডগ স্কোয়াড সদস্য যথারীতি সিএনজিটি তল্লাশি করে। এসময় ডগ টাইগার একজন যাত্রীর বসার সিটের নিচে, পায়ে ও হাতে ক্রমাগত ঘ্রাণ নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে। পরবর্তীতে উক্ত যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তল্লাশি করে তার দুই পায়ের হাঁটুর নিচে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, অবৈধভাবে মাদকদ্রব্য বহন ও পাচারের দায়ে উক্ত ব্যক্তিকে আটক করে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর