২৪ মে, ২০২৩ ১৯:১৯

টেকনাফে বজ্রপাতে দুইজনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ঝড়ো বৃষ্টি আর বজ্রপাতে দুইজন মৃত্যুবরণ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে প্রবল ঝড়ো বাতাস আর বজ্রপাত শুরু হয়। এমতাবস্থায় বাহারছড় হাজম পাড়ার সোনা আলীর ছেলে রহমত উল্লাহ (৩৫) পানের বরজে কর্মরত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে সাগর পাড়ে যাওয়া একই ইউনিয়নের বাইন্যা পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২২) ওরফে (ধলু) বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুবরণ করে।

এই খবর পেয়ে বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসের খোকনসহ একটি প্রতিনিধি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২৫ হাজার টাকা করে দুই পরিবারে নগদ মোট ৫০ হাজার টাকা এবং খাবার সহায়তা প্রদান করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর