২৫ মে, ২০২৩ ১৫:৫৬

সিরাজগঞ্জে দুস্থদের মাঝে খাবার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে দুস্থদের মাঝে খাবার বিতরণ

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র ও আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ সেলিমের সন্তান ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপনের জন্মদিন উপলক্ষে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার রাতে বাজার স্টেশনে ছিন্নমূল দুই শতাধিক মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের মাছুমপুরস্থ তার নিজস্ব অফিসে দলীয় নেতাকর্মীরা কেক কাটাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্যাপ্টেন এম মনসুর আলীসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেহেরিন সেলিম রিপনের দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল ইসলাম লিটন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোহর, সাংগঠনিক সম্পাদক মো. শরীফ হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মিলন, ইসলাম হোসেন, মুরাদুজ্জামান মুরাদ, বাবু ইসলাম, স্বপন, মজনু, আব্দুল আওয়াল ও আব্দুস সামাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপন আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন। 

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর