বাগেরহাটের মোরেলগঞ্জে নাজমিন বেগম (২৮) নামে এক গৃহিনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে রাজৈর গ্রামের দিনমজুর ইব্রাহিম শেখের ২ শিশু সন্তানের কান্নার শব্দ শুনে প্রতিবেশিরা দেখতে পান ইব্রাহিমের স্ত্রী নাজমিনের লাশ ঘরের মধ্যে ঝুলছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাত থেকে ঘরের মধ্যে কান্নাকাটি করছিলো নাজমিনের দুই শিশু সন্তান ইসমাইল হোসেন (২) ও ইলমা আক্তার (৫)। কিন্তু কেউ কিছু বুঝে উঠতে পারেনি। বেলা ১০টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে পাশের ঘরের জালাল শেখের স্ত্রী আসমা বেগম দেখতে পান নাজমিন আড়ার সাথে ঝুলে রয়েছে। এ সময় ওই ঘরে দুই শিশু ছাড়া আন্য কেউ ছিলো না। নাজমিনের স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় দিনমজুরি খাটছেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে থানা পুলিশ নাজমিনের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে থানার ওসি মো. সাইদুর রহমান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ