নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্থানীয় আওয়ামী লীগের নেতা দুলাল মেম্বারের (৪৭) জানাজা বুধবার সকালে আন্ডারচর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় জানাজায় নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শহিদ উল্যাহ খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ হাজার হাজার এলাকাবাসী অংশগ্রহণ করেন।
গত বৃহস্পতিবার রাতে একটি সালিশ শেষে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন দুলাল মেম্বার। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ওই ঘটনায় আরও দু’জন আহত হন।
এদিকে তার মৃত্যুতে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলীয় নেতারা শোক ও অসহায় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/কালাম