নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাইমুদ্দীন মন্ডল।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৯১৬ টাকা। মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ১১ লাখ ৫৫ হাজার ৮৪ টাকা।
বাজেট ঘোষণা করার সময় রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. কুদ্দুস ফকির, ইউনিয়ন পরিষদের সদস্যরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই