ময়মনসিংহের ভালুকায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার উথুরা ইউনিয়নের সাতটি স্থানে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম এ ওয়াহেদের উদ্যােগে ওই উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ। এসময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যন বজলুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু বকর সিদ্দিক বুলবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ আলম প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, বর্তামান সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সহ-সভাপতি আল ইমরান সরকার, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাসান পারভেজ প্রমুখ। 
 
বিডি প্রতিনিধি/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        