৫ জুন, ২০২৩ ১৩:৩৭

টেকনাফে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে এক শিশুকে অপহরণ করা হয়েছে। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং স্থানীয় সোলতান আহমেদের ছেলে মোহাম্মদ হোছাইন (৮)। 

রবিবার দুপুরে স্কুল থেকে ফেরার সময় পথিমধ্য থেকে তাকে অপহরণ করা হয়। ওইদিন রাতে দুর্বৃত্তরা মোবাইলফোনে অপহৃত ছেলের পিতার কাছে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেয়।

এ ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন অপহৃতের বাবা সোলতান আহমেদ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও ভয়ে রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গত রাতে নিখোঁজ জিডি করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর