৫ জুন, ২০২৩ ১৮:১৪

জামালপুরে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যালয়ের বেতন দিতে না পেরে অভিমানে লাবনী আক্তার নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত লাবনী আক্তার (১৪) পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এ ব্যাপারে লাভনী আক্তারের মা ফাহিমা বেগম বলেন, অর্ধেক টাকা জোগাড় করে দেওয়া হয়েছিল কিন্তু তার মেয়ে ভয়ে সে টাকা নিয়ে স্কুলে যায়নি। পরে ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ জানান, আমাদের বিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে বেতন আদায়ের জন্য কখনোই চাপ প্রয়োগ করা হয় না। কোন শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা অন্য কোন বিষয়ে হয়ে থাকতে পারে। 

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর