স্মার্ট ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে গোপালগঞ্জে ৫০০ শিশুকে দুধ পান করানো হয়েছে। সোমবার শহরের শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্দ্রা হালদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি ওই বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে দুধ পান করান। এছাড়া এদিন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আরও ৪৪০ শিক্ষার্থীকে দুধ পান করানো হয়।
বিডি প্রতিদিন/এমআই