পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের নাসির হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নাসির হাওলাদারের মেয়ের বিয়েতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। ঘটনার দিন রাতে স্থানীয় প্রায় ১০-১৫ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে বাড়িতে বেড়াতে আসা লোকজনের উপর হামলা চালায়। এসময় মো. সবুজ মাতব্বর ও মো. ইব্রাহিম গুরুতর আহত হয়।
কলাপাড়া থানার মো. জসিম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে তিন জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম