খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের পাঁচ দিন পর মো. ফারুক হোসেন (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। রবিবার গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগপাড়া এলাকার একটি পাহাড়ি ঝোপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. ফারুক হোসেন (১৮) মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
নিহতের মামা জানান, গেল বুধবার (৩১ এপ্রিল) বিকালের দিকে দুইজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর সে আর বাড়ি ফিরে নি। এরপর অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। তাকে হত্যা করা হয়েছে দাবী করে তিনি এমন নির্মম হত্যাকান্ডের বিচার দাবী করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ী এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএম