৫ জুন, ২০২৩ ১৯:৪৮

লালপুরে স্টেশনে ভাঙচুর, ২০০ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি

লালপুরে স্টেশনে ভাঙচুর, ২০০ জনের বিরুদ্ধে মামলা

রেলপথ অবরোধ করেন এলাকাবাসী

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও সহকারী স্টেশন মাস্টারকে মারপিটের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ঘটনায় সোমবার আটক চারজন যুবককে আদালতে পাঠানো হয়। রবিবার রাতে আজিমনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বাদী হয়ে জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।

জানা যায়, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রবিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। পরে বিক্ষোভকারীরা স্টেশনের টিকিট কাউন্টারের জানালার গ্লাস ভাঙচুরসহ সহকারী স্টেশন মাস্টারকে মারধর করেন।

এ ঘটনায় ওই দিন নাদিম, শরিফুল ইসলাম সবুজ, মমিন, রিজুয়ান নামে চার যুবককে আটক করে পুলিশ। ঈশ্বরদী জিআরপি থানার ওসি মিহির কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর