৮ জুন, ২০২৩ ১৭:৩২

কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত

কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব সমুদ্র দিবস। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ এর উদ্যোগে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি এর আয়োজন করে। এ দিবসটি উপলক্ষে কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে এসে শেষ হয়। এতে সিপিপি ও ব্লু-গার্ড সদস্যসহ বিভিন্নি শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে পৌরসভার মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক মনিরুল ডাব্লুই ,কাউন্সিলর শহীদ দেওয়ান প্রমুখ। বক্তারা সমুদ্র সৈকত রক্ষায় সমুদ্রে প্লাস্টিক বর্জ্য না ফেলার আহবান জানান। সভা শেষে সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশ কিছু সজনে গাছের চারা ও  জেলের মাঝে পাটের বস্তা বিতরণ করা হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর