ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় এ উপলক্ষে শেরপুর রোড মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
ফুলপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা মো. মোজাহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলপুর পৌরসভার মেয়র মি. শশধর সেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ গ্রামাউসের নির্বাহী পরিচালক আওয়ামী লীগ নেতা মো. আব্দুল খালেক, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু, যুবলীগ নেতা ভিপি দেলোয়ার, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শিখা রাণী সরকার বিউটি, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বওলা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমুল গণি, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম দেওয়ান, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী ভুলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এরশাদ হোসেন লিমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ