রংপুর র্যাব সদস্যরা ৬ বছরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
র্যাব জানায়, গত ১ জুন অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম রফিক (২০) এক শিশুকে স্কুলে যাওয়ার পথে চকলেট দেয়ার কথা বলে একটি পরিত্যক্ত টিনের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরে শিশুটিকে গাইবান্ধা জেলার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হলে সেখানে শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে ২ জুন শিশুটির মা বাদী হয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। উক্ত ঘটনার পর ধর্ষক আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে র্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব-১২ যৌথভাবে অভিযান চালিয়ে বগুড়া জেলার আদমদিঘী থানা এলাকা হতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কালিরখামার এলাকার ফিরোজ মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করেন।
র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন