২৯ জুন, ২০২৩ ১৩:৩৮

দুই ভবনের মাঝে আটকা পড়ল গরু, উদ্ধারে ফায়ার সার্ভিস

ময়মনসিংহ প্রতিনিধি

দুই ভবনের মাঝে আটকা পড়ল গরু, উদ্ধারে ফায়ার সার্ভিস

দুই ভবনের মাঝে আটকা পড়ে গরু

ময়মনসিংহ নগরীর নাটক ঘোরলেন এলাকায় দুই ভবনের মাঝে আটকা পড়ে কোরবানির একটি গরু। খবর পেয়ে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে। পরে বেলা সোয়া ১২টার দিকে গরুটিকে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

স্থানীয়রা জানান, কোরবানির প্রস্তুতির সময় পাশের মালগুদাম এলাকা থেকে গরুটি ছুটে যায়। এক র্যায়ে গরুটি নাটক ঘোরলেন এলকার দুই ভবনের মাঝে আটকা পড়ে। এ সময় স্থানীয়রা কয়েকদফা চেষ্টা চালিয়েও উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিস এসে গরুটিকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, দুই ভবনের মাঝের স্থান খুব সংকীর্ণ। এছাড়া সেখানে একটি দেয়ালও ছিল। যার কারণে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয়েছে। এরপরও কোরবানির এই পশুটিকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর