নদী দখল দূষণ মুক্ত করি, কুমার নদী রক্ষা করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরের কুমার নদীতে জনসচেতনতামূলক নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৫টায় নৌ র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন