রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে সপ্তম শ্রেণির এক ছাত্রী সদ্য এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশি এক শিক্ষার্থীর বাড়িতে অনশন শুরু করছে। রবিবার মিঠাপুকুরের ২নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়া গ্রামের লালু মিয়ার ছেলে এসএসসি ফলপ্রার্থী নাহিদ হাসানের বাড়িতে অনশন শুরু করছেন ওই ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুরের বলদিপুকুর অজিত পাড়ার ফখরুল ইসলামের কন্যা শাহ আবুল কাসেম দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী একই ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়ার লালু মিয়ার ছেলে এসএসসি ফলপ্রার্থী নাহিদ হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
অনশনে বসা ছাত্রীর দাবি, এক বছর ধরে একই বিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এসএসসি পরীক্ষা শেষ হলে ওই ছাত্রীকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন অভিযুক্ত প্রেমিক।
অভিযুক্ত নাহিদের বাবা লালু মিয়ার দাবি, নাহিদ বাড়িতে নেই। কিভাবে এত ছোট মেয়ে তাদের বাড়িতে বিয়ের দাবিতে এসেছে তা তিনি বুঝতে পারছেন না। ছেলে মেয়ে উভয়ের বয়স কম, মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম