৩ আগস্ট, ২০২৩ ১৯:৪০

টেকনাফে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ ট্যুরিজম পার্ক এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া খালের উত্তরে নাফ ট্যুরিজম পার্ক এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানিয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. জোবায়ের সৈয়দ জানান, ওই পার্ক এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, মরদেহে পচন ধরেছে। চেহারা বিকৃত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৭ বছর। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে তাকে হত্যা করে এখানে ফেলে যান দুর্বৃত্তরা।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর