বগুড়ায় সরকারি গুদামের ৭৪ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর এলাকায় একটি অটোরাইস মিল থেকে এ চাল উদ্ধার করা হয়। এ সময় মিলে সরকারি ৩২৪টি খালি বস্তাও পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।
পুলিশের এই কর্মকর্তা জানান, সরকারি গুদামের ৪০০ বস্তা চাল দিনাজপুর থেকে শরীয়তপুর যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকের ড্রাইভার একটি চক্রের সাথে কারসাজি করে সেই চাল দুপচাঁচিয়ার ইসলামপুর এলাকায় একটি অটোরাইস মিলে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৪ বস্তা সরকারি চাল এবং ৩২৪টি খালি বস্তা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত