ভারতের অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন। যদিও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে বিসিসিআই কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে, তবে এখনো পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। বরং বোর্ড সূত্রে জানা গেছে, অভিজ্ঞ এই ব্যাটার তাঁর অবস্থানে অনড়। এমনটাই দাবি করেছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বিশ্বস্ত সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুই সপ্তাহ আগে নির্বাচকদের অবসরের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন কোহলি। তাঁর বক্তব্য ছিল পরিষ্কার—টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।
এদিকে রোহিত শর্মাও যদি টেস্ট থেকে অবসর নেন, তাহলে ভারতের টেস্ট দল পড়বে অভিজ্ঞতার সংকটে—এমন আশঙ্কাই করছে বোর্ড।
ইংল্যান্ড সফরের মতো গুরুত্বপূর্ণ সিরিজে কোহলির অনুপস্থিতিতে ভারতের মিডল অর্ডারে অভিজ্ঞতার বড় ঘাটতি দেখা দিতে পারে। শুভমান গিলকে অধিনায়ক হিসেবে ভাবা হলেও, ব্যাটিংয়ের চার নম্বর পজিশনে উপযুক্ত বিকল্প খুঁজে পাওয়া এখন নির্বাচকদের বড় চ্যালেঞ্জ।
শ্রেয়াস আইয়ার অথবা করুণ নায়ার হতে পারেন সম্ভাব্য বিকল্প। তবে টেস্ট ম্যাচে অভিজ্ঞতার অভাব তাদের প্রস্তুতির যথেষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে।
বিসিসিআই এখনো আশা করছে, চূড়ান্ত দল ঘোষণার আগে কোহলি তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। টেস্টে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও, ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি ও অভিজ্ঞতা দলের জন্য অমূল্য সম্পদ—এটি মানছেন অনেকেই।
বিডি প্রতিদিন/আশিক