যশোরে এবার জমিসহ ঘর পাচ্ছে ১৮৮টি ভূমিহীন পরিবার। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ভূমিহীনদের জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে যশোরের ৫ উপজেলায় ১৮৮টি পরিবারকে ঘর প্রদান করা হবে।
এর মধ্যে যশোর সদর উপজেলায় ৫৮টি, অভয়নগর উপজেলায় ৯টি, মণিরামপুর উপজেলায় ৩৫টি, ঝিকরগাছা উপজেলায় ৪০টি ও শার্শা উপজেলায় ৪৬টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হচ্ছে। এ দফায় জমিসহ ঘর প্রদানের মধ্য দিয়ে যশোর সদর উপজেলা ভূমিহীন মুক্ত হবে।তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলার ২ হাজার ৯৪ জন ভূমিহীনকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। বাঘারপাড়া, শার্শা ও কেশবপুর উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই