৭ আগস্ট, ২০২৩ ১৫:৫০

যশোরে এবার জমিসহ ঘর পাচ্ছে ১৮৮ ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এবার জমিসহ ঘর পাচ্ছে ১৮৮ ভূমিহীন পরিবার

প্রেস ব্রিফিং

যশোরে এবার জমিসহ ঘর পাচ্ছে ১৮৮টি ভূমিহীন পরিবার। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ভূমিহীনদের জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে যশোরের ৫ উপজেলায় ১৮৮টি পরিবারকে ঘর প্রদান করা হবে।

এর মধ্যে যশোর সদর উপজেলায় ৫৮টি, অভয়নগর উপজেলায় ৯টি, মণিরামপুর উপজেলায় ৩৫টি, ঝিকরগাছা উপজেলায় ৪০টি ও শার্শা উপজেলায় ৪৬টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হচ্ছে। এ দফায় জমিসহ ঘর প্রদানের মধ্য দিয়ে যশোর সদর উপজেলা ভূমিহীন মুক্ত হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলার ২ হাজার ৯৪ জন ভূমিহীনকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। বাঘারপাড়া, শার্শা ও কেশবপুর উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর