বগুড়া শহরে নির্মাণাধীন ফতেহ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান, সকাল সাড়ে সাতটার দিকে করতোয়া নদীতে মরদেহ ভাসছে এমন একটি খবর আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত যুবকের বয়স ২০ থেকে ২৫ বছর। মরদেহের গায়ে কালো রঙের টিশার্ট ছিল। তবে শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না। মুখে হালকা গোঁফ ও ছোট করে ছাটা দাঁড়ি রয়েছে। পুরুষ মরদেহটি পানিতে থাকায় পচে ফুলে উঠেছে। এ জন্য মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তে এসব বিষয় বোঝা যাবে। মরদেহের পরিচয় জানতে পিবিআই টিম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, পরিচয় জানার পর আমরা মূল ঘটনা নিশ্চিত হতে পারবো। পুলিশ সব বিষয় মাথায় রেখে কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল