২৮ আগস্ট, ২০২৩ ২০:২৩

হালুয়াঘাটে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক, ইভটিজিং, সাইবার ক্রাইম ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়। 
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমূল উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এ সময় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মত ঘটনা প্রতিরোধে শপথ করেন প্রায় শতাধিক শিক্ষার্থী। 

আলোচনা ও শপথবাক্যে পাঠ করান হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়। এ সময় সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ও থানার অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর