ঝিনাইদহের শৈলকূপায় সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা শেখ (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধলাহরাচন্দ্র ইউনিয়নের এঘটনা ঘটে।
নিহত কৃষক একই ইউনিয়নের ধলাহরাচন্দ্র গ্রামের আব্দুল গণির ছেলে।
জানা গেছে, সকাল ১১টার দিকে বিদ্যুৎ চালিত মেশিনে গরুর জন্য ঘাস কাটতে যায়। সেসময় সুইচ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।এ তথ্য নিশ্চিত করেন শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ