রাঙামাটির রাজস্থলীতে এক জুম চাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- মং শৈইথোয়াই মারমা (৫৫)। তার পিতার নাম- মৃত ক্যসিং হ্লা মারমা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগাপাড়া এলাকায় তার লাশ পাওয়া যায়। পুলিশ তার শরীরের আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করছে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির রাজস্থলী উপজেলার ২নং বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগাপাড়া এলাকার বাসা থেকে একদল যুবক জুম চাষী মং শৈইথোয়াই মারমাকে নিজ ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত সে বাসায় ফিরে আসেনি। সকালে খবর নিতে ঘর থেকে বের হয় তার সহধর্মিনী। পরে খবর পায় ওই এলাকার প্রায় ২০৯ গজ দূরে জঙ্গলে মং শৈইথোয়াইয়ের মৃত দেহ পড়ে আছে। লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আদোমং মারমা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নাইক্যছড়া স্কুলের মাঠ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরীরে বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। চিহ্ন দেখে মনে হচ্ছে তাকে কেউ নির্যাতন করেছে। লাশ উদ্ধারের পর রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন