২৩ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৪৩

বগুড়ায় আওয়ামী লীগের কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় আওয়ামী লীগের কর্মীসভা

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। 
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের পনের বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কাায় ভোট দেওয়ার আহবান তিনি। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী মন্টু, আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী, আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, এ্যাডভোকেট ইলিয়াস উদ্দিন মিন্টু, স.ম হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আবু সাইদ, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাব, দেবতোষ চক্রবর্তী লিটন, শহিদুল ইসলাম শাহীন, নাজমুল আলম খোকন, জাকির হোসেন মামুন, রবিউল হাসান বাবু, আবিদ হাসান সুমন, পৌর আলীগের সাধারন সম্পাদক  গোলাম হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর