২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৩১

দিনাজপুরে কয়েক দিনের টানা বর্ষণে জলাবদ্ধতা, ভোগান্তি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কয়েক দিনের টানা বর্ষণে জলাবদ্ধতা, ভোগান্তি

দিনাজপুর অঞ্চলে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। টানা বর্ষণে সবজিসহ ফসলের ক্ষতির আশংকা করছেন কৃষক। গত ২৪ ঘণ্টায় শহরের রাস্তাসহ নিম্নাঞ্চলের ঘর-বাড়িতে বৃষ্টির পানি। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে তলিয়েছে শহরের বিভিন্ন রাস্তা। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাস্তা আর ড্রেনগুলোর পানি একাকার। টানা বৃষ্টিতে সবচেয়ে কষ্টে খেটে খাওয়া দিন মজুররা। সাধারণ মানুষ পড়েছেন দুর্ভোগে। বৃষ্টিতেই দিনাজপুর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ডুবেছে অনেক কৃষকের বোরো ধান। আগাম শীতকালীন চাষযোগ্য সবজি ফুলকপি, পাতাকপি, সীম, মুলা, কাঁচা মরিচ, টমেটো, বরবটি, বেগুন, পালংশাক, লালশাক, লাউ গাছের গোড়ায় পানি। অতি বৃষ্টির ফলে শিকড়ে পচন ধরে চারা মরে যেতে পারে। ক্ষতির মুখে কৃষক। পানি নিষ্কাশনের চেষ্টায় কৃষক। 

রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জলাবদ্ধতায় অনেকে পানি বন্দি হয়ে পড়েছেন। অন্যদিকে নদীর পানিও বাড়ছে। 

বীরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল কাসেম জানান, উপজেলার বেশির ভাগ শীতের সবজি আবাদ হয় প্রাণনগর গ্রামে। চাষের পরিমাণ ৭০ হেক্টর জমিতে। বর্তমানে টানা বৃষ্টির ফলে আগাম সবজি চাষে আশংকার সৃষ্টি হয়েছে। 

বীরগঞ্জের ঝাড়বাড়ি এলাকার জাকির হোসেন বলেন, টানা বৃষ্টিতে তলিয়েছে ধানের জমি। দীর্ঘদিন ধানের চারা পানিতে ডুবে থাকলে ক্ষতি হতে পারে। আর দুয়েক সপ্তাহ পরে ধান বের হবে। খুব দুশ্চিন্তায় কৃষক।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, রবিবার সকাল ৯টায় দিনাজপুরে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি সপ্তাহে আরও মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের প্রথম দিকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর