নদীতে মাছ নয় জেলেদের জালে উঠে প্লাস্টিক ও পলিথিন। দখল দূষণের কারণে মাছ শূন্য হয়ে নদী নির্ভর জেলেরা কর্মহীন অসহায় জীবনযাপন করছে।
নদী রক্ষায় সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়ীত্বহীনতায় এ করুণ দশা নদীগুলোর। দ্রুত উচ্ছেদ অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দফতরের কর্তাবাবুদের প্রতি জোর দাবি জানান বক্তারা।
আজ রবিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বঙ্গোপসাগরের মোহনা ভোলা খাল সংলগ্ন রাবার ড্যাম এলাকায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও জেলে উৎসব অনুষ্ঠিত হয়।ওয়াটার কিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও স্থানীয় পরিবেশ সংগঠন সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের আয়োজনে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে নদী দিবসের মুল প্রবন্ধ পাঠ করেন, সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশন ট্রাষ্টি পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন, মানববন্ধন ও জেলে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন। আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা বাবু সুপানন্দন বড়ুয়া, সহকারী মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী জালাল উদ্দীন, সাংবাদিক মোহাম্মদ হাশেম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত