২ অক্টোবর, ২০২৩ ২০:৫৪

ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা

আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু দিয়ে রেল যাত্রার শুভ উদ্বোধন করবেন। পরে তিনি ফরিদপুরের ভাঙ্গায় জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করেছে। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ অফিসে এ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন, পৌরমেয়র অমিতাভ বোস, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান প্রমুখ। 

বর্ধিত সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর